আজকাল চাপ সহ্য করতে পারি না। অস্থির লাগে। ধুপ করে নিস্তব্দতা নেমে আসে। নিগাড় নিস্তব্ধতা। একদা নিস্তব্ধতাকে ভালোবাসতাম ভীষন, বহুদিন, …আকাঙ্খিত ছিলো সে, পেতে চাইতাম বিনিময়ে, সব কিছুর। …এখন ভয় পাই। নিস্তব্ধতার ভয়ে এখন কুকড়ে যাই। পাশ কাটিয়ে এড়িয়ে চলার চেষ্টা করি, ঘুমিয়ে থাকি, কিন্তু সেই ঘুম থেকে উঠে বুঝতে পারি এই রাতেই অনেকটা বয়স বেড়েছে আমার, খুব বুঝতে পারি, খুব। নিস্তব্ধতা আমার এক একটি ভুলে থাকা রাতকে এক একটি বসন্ত ঘুরে আসার সময়ে পরিনত করেছে, কেড়ে নিচ্ছে আমার না দেখা অধিকা্রটুকু …!
হুম…বুঝতে পারছি বয়স হয়েছে, বয়স বেড়েছে। দেহের আবার মনেরও। কিন্তু কেনো যে চোখটা ছলছল করে। এটা তো বয়সের দোষ না।
আমি এই পরীক্ষায় পাশ করবো না, …উইশ করেছিলাম। এই পরীক্ষা উইশের ফলাফল। কিন্তু, যোগ্যতার থেকেও তা অনেক বেশি কিছু ছিলো, অনেক বেশি কিছু। বড় ভুল করে ফেলেছি…! খুউব ক্ষুদ্র এই আমি।
8:29PM; S1018-6, Brisbane.
Sad, Saddest.
Leave a Reply