প্রিজুডিস
নিজেকে খুব প্রতারিত মনে হয়
হঠাৎ করেই পৃথিবীটা আমার ছোট হয়ে গেছে।
এতটাই ছোট,
অবশিষ্ট আছে শুধুই অনুভুতিটুকু, ‘প্রতারনা’।
যতটুকু ছিলো ব্যাথা, তাও হঠাৎ সঙ্গ ছেড়ে মেলেছে ডানা।
জানতাম জীবনটা এক অনিশ্চয়তা
ছোট ছোট হিসাব,
দুর্বোধ্য, কিছু থেকেও যায় অমিমাংসিত।
এত জেনেও অনাকাঙ্খিত অভিজ্ঞতাগুলো
আজ দংশনরত।।
সব ভন্ডদের জায়গা এই পৃথিবী
সরলতা বলে কিছু নেই।
যদিও আছে কিছু বোকা আর দুর্বল,
অক্ষমতা ঢাকতে সদা ব্যস্ত তারা স্বচ্চরিত্রের পর্দায়।
নিকুচি করি এই চরিত্র নামের মুখোশ, চরিত্রবানদের।।
বদলে যাওয়া পৃথিবীর যুদ্ধে
আমি হেরে গেছি।
বড় অসময়ে আমি জেনে গেছি-
স্রষ্টা বলে কিছু নেই।
সম্পর্ক বলে কিছু নেই,
ছোট-বড়, আপন-পর সবই আপেক্ষিক,
হয়ত যুদ্ধ, নয়তো প্রেম
তাই ‘ফেয়ার’ বলে কিছু নেই।
সংসার বলে কিছু নেই,
সংস্কার বলে কিছু থাকতে নেই।
নিয়ম?
মেনে চলায় কোন গৌরব নেই, প্রাপ্তি নেই।
ন্যায়নীতি থাকতে নেই।
আদর্শ?
সুযোগ সৃষ্টিতে বলতে হয় তার কথা,
থাকতে নেই, থাকলে হয় তা পরাধীনতা।
বিশ্বাস?
বিশ্বাস যদি কখনো কিছু সৃষ্টি করেই থাকে,
তার নাম বেদনা।
ওই ইংরেজী শব্দটা, -‘কমিটমেন্ট’,
চুপি চুপি , চুউউপি চুপি-
এক নিষিদ্ধ আনন্দ, সৃষ্টিতে
তা ভাঙ্গা-
আর “স্বাভাবিক ঘটনা” দাবী করার নাম আজ আধুনিকতা।
অসময়ে হলেও জেনেছি আমি, এসবই স্বাভাবিক
সবই চিরায়ত প্রকৃতির কাজ, প্রকৃতির খেলা।
জীবনটা আজ তাই শুধুই নিয়তির ডাক,
অপেক্ষা-
শেষ হবে কবে, এই বেলা?!
(২৭শে নভেম্বর, ২০১৩, রাত ৪:০৫, ৫০১- ডরম, কুবি।)