৫০১-ডরম,
কুবি
রাত ১২টা
পুরনো দিনের গান শুনছি। অনেক পুরনো দিনের আর অনেক অনেক ঠান্ডা গান। আমি ২০০১ সালের দিকে প্রথম এই গানগুলোর ছোয়ায় শিহরিত হয়েছিলাম। তখনো এই গান গুলো পুরনো দিনের গানই ছিলো…!
খুব অবাক হয়েছিলাম মনে আছে, প্রথম যখন ট্রাই করলাম সময়টা ছিলো অনেক রাত। পড়তে পড়তে হঠাৎ কম্পিউটারে গানগুলো পেয়ে চালিয়েই বুঝতে পারলাম নিরবতার সৌন্দর্য, কথামালার আহবান, ভালোলাগা ছুয়ে গেলো নিমিষেই। সকালে উঠে অবাক হয়েছিলাম। তখন এ গানগুলো বুড়োদের গান হিসাবেই ট্রিয়েট করতাম কিনা 🙂
জীবনের প্রতিটি সময়ই অন্যন্য, তারপরো বলতে হয় জীবনের খুব-ই Singular একটা সময়কাটাচ্ছি। খুব।
Leave a Reply