অফিসে ডেস্কে বসে আছি। এই তো কিছুক্ষন আগে অফিসে আসলাম। এখন বিকাল চারটা বাজে। সকালে ঘুম থেকে দেরী করে উঠেছি। উঠে আবার ও ঘুমিয়েছি।
আমার প্রফেসর এই দিক দিয়ে বেশ ভালা, কে আসলো আর কে আসলো না সেটা সে প্রতিদিন ইনকোয়ারি করে না। তাই তার এই মহানুভবতার মিস ইউজটুকু করছি।
অফিসে এসে লিন্যাক্স সেট আপ করেছি আমার মেশিনে। একটা ভার্চুয়াল বক্স সেট করে সেটাতে লিন্যাক্স সেটাপ করলাম। এই ভার্চুয়াল ইনভাইরোন্মেন্টের সাথে আমার এই প্রথম পরিচয়। বুঝতে একটু সময় লাগছে। ব্রেইন খুবই র্যান্ডম। অফিসিয়াল মুড নিয়ে এগোতে চায় না। আহা, মানুষ হয়েছি একরকম। চাপ ছাড়া তাই কাজ হয়েই উঠে না…! এখন আবার ব্রেইন নিজের মত করেই নিজেকে আপডেট করেছে, তাই চাপেও কাজ হয় না। আর চাপেও যদি কাজ না হয় তাহলে তার ফলাফল হবে ভয়াবহ বলার অপেক্ষা রাখে না।
মিলনে প্রেমিকাকে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় শুধু বিরহে…!