সারাদিন বসে বসে কোড করেও সমস্যার সমাধান করা যাচ্ছে না। একটা ডেডিকেটেড ল্যাব দরকার আমার। আর দরকার করিম কে…! 🙁
চাপ পড়লেই ঘুম বেড়ে যায়। কি জ্বালাতন। আমার আগের স্টূডেন্ট লাইফে তো ব্যাপারটা ছিলো ভিন্ন, চাপ পড়লেই ঘুম পাখা মেলে উড়তো। পরীক্ষার আগের রাতে ঘুমের জন্য রীতিমত যুদ্ধ। কিন্তু এখন তো উলটা। পরীক্ষা টাইপ আসলে বোধহয় ঘুমের কারনে কিছুই করা হবে না… হা হা,
সেই আমি……আর এই আমি। …গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল।
ময়লা জ্ঞানঃ অস্ট্রেলিয়ায় আসার পর একটা জিনিস ইন্টারেস্টিং খেয়াল করলাম। জামাকাপড় ময়লা হয় না, জুতাও ময়লা হয় না। তাই ধোয়া কম আর ইস্ত্রি করা… No Way….তবে …হ্যা… পুরাতন হয় বটে…!
৭-ই মে, ২০১৫, ব্রিসবেন, অস্ট্রেলিয়া
Leave a Reply