আজি অন্ধকার পথে হেটে হেটে,
চলেছি কোনো এক দুর্বৃত্তের সাথে।।
অজানা ভয়ে ভেজা শালিকের মত
কেঁপে উঠি, ফিরে ফিরে চাই আলোর পথে।
খুজে ফিরি আমি বার বার
অদৃশ্যে থাকা কোনো মানবীর হাত।।
আমায় দেখাবে দিগন্তে ছড়িয়ে থাকা আকাশ,
শুনাবে মুক্তির গান,
যেখানে ভয় হারিয়ে যাবে অদৃশ্য,
ভালোবাসা দৃশ্যমান।।
এসেছিলো সে ক্ষনকাল জুড়ে। কি মায়াময় পবিত্র তার মুখ। চোখেতেই মুছে গেলো সব, থেমে গেলো জরা। এই মুখের দিকেই তাকিয়ে কাটিয়ে দিতে পারতাম এ জনম। …সে জানলো না, তবু সে জানলো না।
রাত ১ঃ১৫, ব্রিসবেন
Leave a Reply