১.
হুমায়ুন কন্যা শীলা আহমেদ, তার নিজেস্বতার পাশাপাশি আমি হুমায়ুনভক্ত বিধায়ও আমার এক ভালোলাগা ছিলো তার প্রতি। বিশেষত, হুমায়ুন-শাওন ক্লাইমেক্স (!) এ তার রিয়াক্ট ছিলো রেস্পেকটেবেল।
ড. আসিফ নজরুল, যখন সে কথা বলে মনে হয় ‘গুরু’। স্পস্টভাবে ঠিক রাইট পয়েন্টে কথা সেই বলে কারন সে বুদ্ধিমান আর তাই এইভাবে শুধু সেই দেখতে পায়…! (যদিও ইদানিং সে তার পলিটিক্যাল ইনক্লাইনেশনটা সে নগ্ন ভাবে দেখাচ্ছে) তবুও, তার ড্যাম ভাব আর পিনপয়েন্টে কথা বলা তাকে আমার দৃষ্টি এক অন্যন্যতায় উঠিয়েছিলো। ভালোলাগা ঘিরে ছিলো।
এই দুই ভালোলাগা মানুষের কাছাকাছি থাকার ডিশিসনটা হয়ত আরো ভালোলাগা হতে পারত। কিন্তু কেন যেন বিষয়টা একটা বিতৃস্নার সৃষ্টি করেছে।
২.
সুন্দর দুটি রঙ্ মিলে নতুন একটা রঙ তৈরি করে তবে সেটা সবসময় সুন্দর হয় না। প্রকৃতির হেয়ালী বোঝা দায়।
৩.
আজ আমার বোন বললো, আমার সেন্টিমেন্ট গেয়োদের মত। হু, বুঝতে পারছি।আমি মোটেই আধুনিক না, দুটি মৌলিক রঙ মিলে যে “Remix” হয় তার সৌন্দর্য আমার এই ব্যাকডেটেড চোখ দর্শন করতে পারে না। আধুনিক হতে আমায় বেগ পেতে হবে।
(SIGH, ২০১৩ সালটা কেন শেষ হচ্ছে না…! আর কতো?)
পুনশ্চঃ ওদের বিয়ের বিষয়টা ওরা এখনো এনাউন্স করেছে কিনা জানি না তবে দুয়ে দুয়ে চার মিলিয়েছি। ফরমুলার জন্য ডাটা নিচেঃ
1.লিঙ্ক ১
http://dhakatimes24.com/2013/12/25/9616#sthash.tBIC3sTd.39VA4JxL.gbpl
2.লিঙ্ক ২ (শিলা আহমেদ)”
https://www.facebook.com/sheila.ahmed.3
3.লিঙ্ক ৩ (আসিফ নজরুল)
https://www.facebook.com/asif.nazrul.5
Leave a Reply