আজ খুবই একটা ইম্পরটেন্ট তারিখ আমার কাছে। ২টা কারনে। ১। প্রফেশনাল জীবনে এসে প্রথম ডেমোক্রেটিক মুভমেন্টের রেজাল্ট (!) আজ পাওয়া গেলো। ২। তারিখটা ৩১ হিসাবে খুবই স্পেশাল।
তারিখটা ৩১ হিসাবে কেনো স্পেশাল, ব্যাখ্যাটা দিয়েই শুরু করি। আমার জীবনে আমি দেখেছি ১৩ তারিখের বেশ একটা ইনফ্লুয়েন্স আছে। জন্ম নেওয়া থেকে শুরু করে বেশ কাঙ্খিত কিংবা অনাকাঙ্খিত ঘটনা এই ১৩ তারিখে ঘটেছে। দুর্ভাগ্য ক্রমে ১৩ সালটাও আমার বেশ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আজ আমি প্রথম ব্লগ পোস্টা দিয়ে আনন্দিত, কারন আজ ১৩ তারিখটা উলটে গেছে। 😉 ১৩ তারিখটা উলটে গিয়ে যে অনাকাঙ্খিত ঘটনা গুলো কাঙ্খিত হয়ে যাবে ব্যাপারটা তা নয় কারন ১৩ তারিখ Unlucky 13 এর মত যে অনাকাঙ্খিত ঘটনাই ঘটিয়েছে তা নয় বরং অনেক কাঙ্খিত ঘটনাও ঘটেছে এই তারিখে। তবে ১৩ তারিখটার আমার উপরে একটা ইনফ্লুয়েন্স আছে যা খন্ডানোর কোন নিয়ামক আমার নেই। নেই বলেই নিয়তি ১৩ তারিখকে আজ উল্টে দিয়েছে দেখে মজা পাচ্ছি। 😛 উল্টে সে হয়েছে ৩১। বাহ্, ভালো তো। 😀
এবার আসি ১ম কারনটায়। কারনটা আমার প্রমোশন কেন্দ্রীক। সারাজীবন শুনে এসেছি, প্রমোশন একটা ভাগ্যের ব্যাপার। বিশেষত গভমেন্ট জবে প্রমোশন ব্যাপকভাবে ভাগ্য দ্বারা আচ্ছাদিত কেননা গভমেন্ট জবে প্রমোশনের সঠিক সময় সাধারনত সঠিক ভাবে অনুসরন করা হয় না। কুমিল্লা বিশ্ববিদ্যলয়ে এসে হাড়ে হাড়ে তা উপলব্ধি করছিলাম। তাই তো সো কল্ড ডেমোক্রেটিক(!) ওয়ে তে প্রমোশনের সঠিক নিয়ম-কানুন আদায়ের লক্ষে মুভমেন্ট করলাম (বিষয়টার তাৎপর্য অনেক বেশি, অন্য কোন দিন এই মুভমেন্ট বিষয়ে লিখব। এক কথায় জাস্টিস ব্যালেন্স করার জন্য ও একটি রিয়েল একাডেমিক এনভাইরন্মেন্ট গড়ে তোলার জন্য ছিল এই মুভমেন্ট।)। এই মুভমেন্টের রেজাল্ট আসা শুরু করলো। এবার এর মাঝে ১৩ এসে হাজির। আমার প্রমোশন বোর্ড এর তারিখ পড়লো ১৩ই মে। ১৩ই মে আসতেই খেলা শুরু। দুপুর ১টা ভাইভা আওয়ার। কিন্তু কোন এক্সপার্টের আসার নাম নেই। সবাই ঢাকা-কুমিল্লা হাইওয়ে তে হাই জ্যামে আটক। এই আসে এই আসে করতে করতে একসময় বোর্ড বাতিল হবার সম্ভাবনা দেখা দিলো। আমি খুশি, যাক ১৩তে না হলেও ভালো মনে হচ্ছে এ যাত্রা! বাসায় এসে নাক ডেকে দিলাম ঘুম, ওমা, ৬টার সময় এক্সপার্টরা এসে হাজির, পড়ি মড়ি করে ছুটলাম। সাড়ে ৭টার সময় বকুনি খেয়ে ভাইভা রুম থেকে বেরুলাম। 😕 বুঝতে পারছিলাম আড়ালে ১৩ এর অট্টহাসি। তাই কাউকে দোষারোপ না করে চুপচাপ চলে আসলাম। এরপর শুরু হলো ১৩ তারিখে ঘটে যাওয়া বোর্ডের ফলাফল জানানোর সিন্ডিকেট নিয়ে নাটক। সিন্ডিকেট কবে হবে! ডেট হয় আবার হয় না। এই নিয়ে হয়ে গেলো দুই পক্ষ, সিন্ডিকেটটি পড়ে গেলো ১৩ এর অনিশ্চয়তায়। ঘটনা দেখছিলাম, আর ভাবছিলাম। কি খেল টা নাই খেলা শুরু করেছে এই ১৩। মাঝে এই সিন্ডিকেটের ডেট নিয়ে মন্তব্য করতে গিয়ে পড়লাম সবার রোষানালে, পক্ষ-বিপক্ষ সবার। লে বাবা। আমি বলি কি আর সবাই বোঝে কি…! একটু খেয়াল করে শুনতে পেলাম ১৩ এর অট্টহাসি। ওহ্
কিন্তু এবার? আজ? হা হা, ১৩ তুমি উল্টে গেছো। 😀 😀 😆 তাই তো আজ ৩১ তারিখে নির্বিঘ্নে আমার বোর্ডের সিন্ডিকেট হয়েছে। হ্যাপি। খুবই দ্রুত নিউজ জানতে পারব। আশারাখি ভালো কিছুই হবে ইনশাল্লাহ।
যাই হোক, ১৩ তুমি সাথেই থাকো, তবে দোহাই, পেইন একটু কম দিও। 😐
(501-Dorm, CoU)
Leave a Reply